News:

মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন পয়লা ইউনিয়নস্থ বাঙ্গালা ডাঃ গনি-সাহেরা  উচ্চ বিধ্যালয়টি বাঙ্গালা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি  বাঙ্গালা, তুলন্ড,  কাকরাখি, ধামশ্বর, লক্ষিদিয়া, শাইলকাই, নলকুড়িয়া ও পয়লা  মোট ০৮ টি গ্রাম নিয়ে ২০০৪ সালে স্থাপিত হয়েছে । বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জনাব প্রফেসর ডাঃ এ. এস. এম. এ রায়হান  (অবসরপ্রাপ্ত চেয়ারম্যান, গ্যাসট্রোএন্টারোলজি বিভাগ, পি. জি হাসপাতাল, ঢাকা) । দাতা ঃ জনাব সুলতানা নাসিরা খান (অবসরপ্রাপ্ত যুগ্মসচিব,  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা )। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব দুলাল চন্দ্র সরকার , ইনডেক্স নং -১০৪৯৫৭৫ । বিদ্যালয়টির  EIIN NO -১৩৩৮৭৭, বিদ্যালয় কোড -৪০৪৭, এম. পিও কোড -২৮০২১২১২০২ , উপজেলা কোড -১৮৪, কেন্দ্র কোড -২২৩ , পোষ্ট কোড -১৮৪০ । বিদ্যলয়টি নিয়মিত ম্যানেজিং কমিটি দ্বারা সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে ।